odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা, গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন: ডা. জাহিদ

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৫ ২৩:৫৪

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ফিরে এসে কেবল দলের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত আন্দোলনের নেতৃত্ব দেবেন।


বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন ডা. জাহিদ। তিনি বলেন,

  • “তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সম্পৃক্ত সবার নেতা।”
  • “স্বৈরাচারের দোসর কারা, তা দেশের মানুষ জানে। বিএনপি জনগণের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিল, থাকবে।”

 

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সমালোচনা করে ডা. জাহিদ বলেন,
“আওয়ামী লীগের ইতিহাস জনগণের পক্ষে কোনোদিন ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী এবং দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে। শেষ বিচারে জনগণ তাদের প্রতিহত ও প্রত্যাখ্যান করেছে।”

 



আপনার মূল্যবান মতামত দিন: