
অধিকারপত্র ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা—হামাস নয়, সরাসরি সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বার্তা পৌঁছানোর উদ্যোগ
২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণ লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করার পরিকল্পনা করেছে। বিষয়টি নিশ্চিত করেছে দুইজন ইসরায়েলি কর্মকর্তা।
ইসরায়েলি দৈনিক হারেতজ-এর প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত ঘেঁষা ট্রাকে বিশেষ লাউডস্পিকার সিস্টেম স্থাপন করে এ ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি গাজার ভেতরেও মোতায়েন করা হবে একই ধরনের সাউন্ড সিস্টেম।
এক কর্মকর্তা জানান, নির্দেশনাটি এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। উদ্দেশ্য হলো গাজার সাধারণ মানুষকে সরাসরি বার্তা দেওয়া এবং তাদের হামাস থেকে আলাদা করে দেখানো। তবে ভাষণটি আরবিতে অনুবাদ করা হবে কি না—সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এদিকে খবরটি সামনে আসার পর ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “লাউডস্পিকার গাজায় নয়, জাতিসংঘে বসানো দরকার, যেন নেতানিয়াহু অবশেষে জিম্মিদের আর্তনাদ শোনেন।”জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে নেতানিয়াহু তার ভাষণে মূলত ইরান ও হামাসকে দায়ী করে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তোলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান—হামাস ও তার সহযোগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে।
বর্তমানে গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে চলমান ইসরায়েল-হামাস সংঘাতের কারণে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের এই নতুন প্রচেষ্টা ফিলিস্তিনিদের উদ্দেশ্যে সরাসরি বার্তা পৌঁছানোর কৌশল
হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ একদিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা। তবে এটি সাধারণ ফিলিস্তিনিদের কাছে কীভাবে প্রতিফলিত হবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: