odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বিসিবি নির্বাচন ঘিরে তামিমের ক্ষোভ: ‘নোংরামি নয়, সৎ নির্বাচন চাই’

odhikarpatra | প্রকাশিত: ২৬ September ২০২৫ ১৮:২৮

odhikarpatra
প্রকাশিত: ২৬ September ২০২৫ ১৮:২৮

অধিকারপত্র ডটকম  ডেস্ক রিপোর্ট 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী প্রক্রিয়া ঘিরে উত্তেজনা বাড়ছে। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে তামিম ইকবালের প্রার্থিতা নিয়ে উত্থাপিত আপত্তি রহস্য ঘনীভূত করেছে পুরো প্রক্রিয়া। আপত্তিকারী হিসেবে যিনি অভিযোগ করেছিলেন, সেই সাবেক ক্রিকেটার হালিম শাহ নিজেই জানিয়েছেন—তিনি কোনো লিখিত আপত্তি দেননি। এতে নির্বাচন কমিশন সরাসরি অভিযোগটি খারিজ করে দিয়েছে।

খসড়া ভোটার তালিকা থেকে ১৫টি ক্লাব বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক।

তামিম অভিযোগ করেছেন, নির্বাচনে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “৩০০ ক্রিকেটারের জীবনের সঙ্গে খেলা করা হচ্ছে কেবল ক্ষমতা ধরে রাখার জন্য।”

“সাবেক ক্রিকেটার” সংজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন তামিম।

 কর্তৃপক্ষের বক্তব্য
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেইন জানান, তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন এবং খসড়া ভোটার তালিকার ওপর পাওয়া ৩৮টি আপত্তির মধ্যে শুনানিতে অংশ না নেওয়া ৮টি আপত্তি খারিজ করা হয়েছে। তিনি বলেন, “দয়া করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করুন, হয়তো ভালো কিছু দেখবেন।



আপনার মূল্যবান মতামত দিন: