
অধিকারপত্র. কম ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখা হয়েছে।
• বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন মাহজাবিন আহমদ মিমি, তিনি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।
• মাহজাবিন মিমি জানিয়েছেন, এই ঘটনা সম্ভবত বুধবার ঘটেছে, তবে কেন তাকে আটকে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
• বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভ্রমণরোধের কারণে তিনি দেশ ত্যাগ করতে পারেননি।
সোহেল তাজের রাজনৈতিক প্রেক্ষাপট:
• ২০০১ ও ২০০৮ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
• ২০০৯ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, পরে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।
• ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেছেন, তার রাজনীতিতে পদক্ষেপের পথে ‘নানা রকম বাধা ও নির্দেশনা অমান্য’ করা হয়েছে।
• এর পর থেকে তিনি রাজনীতিতে সরাসরি জড়িত হননি।
সম্ভাব্য কারণ:
• সরকারিভাবে নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।
• সাধারণত এ ধরনের ভ্রমণরোধ হয়:
1. আইনি বা বিচারিক কারণে – মামলায় সাক্ষী বা আসামি, আদালত-নির্ধারিত নির্দেশ।
2. নিরাপত্তা বা সিকিউরিটি কারণে – জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি।
3. রাজনৈতিক/প্রশাসনিক কারণে – রাজনৈতিক নেতাদের বিদেশ যাত্রায় সীমাবদ্ধতা।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
• বিমানবন্দর কর্তৃপক্ষ: “ভ্রমণরোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।”
আপনার মূল্যবান মতামত দিন: