
অধিকারপত্র.কম ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫
মূল ঘটনা:
ঢাকার কেরাণীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার রুহিতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ১০টি নীল জারিকেন ভর্তি আনুমানিক ৫৩৫ লিটার চোলাইমদ (মূল্য প্রায় ১,৬০,৫০০ টাকা) উদ্ধার এবং মাদক ব্যবসায়ী মোঃ দুখু মিয়া (৫১)-কে গ্রেফতার করা হয়।
র্যাবের বক্তব্য:
র্যাব জানায়, দুখু মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাইমদ উৎপাদন ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১০ জানায়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
আপনার মূল্যবান মতামত দিন: