odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে আহত কর্মচারী মারা গেলেন

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৫ ০৭:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৫ ০৭:২৭

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫, অধিকার পত্র ডটকম: রাজধানীর চকবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত আমিরলাল সরদার (৩৫) নামে এক যুবক শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি একটি প্লাস্টিক কারখানার কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে চকবাজার থানার মিটফোর্ড কালিবাড়ি এলাকার একটি গোডাউনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃতের চাচাতো ভাই মো. জসিম সরদার জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে। আমিরলাল আমির হোসেন নামে এক ব্যক্তির প্লাস্টিকের আসবাবপত্র বানানোর কারখানায় কর্মরত ছিলেন। গোডাউনে সঙ্গে থাকতেন হেলাল (২০) নামে এক সহকর্মী। নিহতের স্ত্রী এবং দুই সন্তান গ্রামের বাড়িতে থাকেন।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমির হোসেন সকালে গোডাউনে গিয়ে আমিরলালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর থেকে হেলালকে খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা, হেলালই ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে। আহতের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাত রয়েছে।

চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনও ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধের কারণে সহকর্মীর হাত থেকে এ ছুরিকাঘাত হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: