odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

মুন্সিগঞ্জে চাঞ্চল্য: বরযাত্রার গাড়ি আটকিয়ে নববধূ ছিনতাই, একাই ফিরলেন বর

odhikarpatra | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫১

স্টাফ রিপোর্টার | অধিকার পত্র ডটকম

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার | মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে বিরল এক ঘটনার জন্ম হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রার গাড়ি আটকিয়ে কনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরকে একাই বাড়ি ফিরতে হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার সময় হঠাৎ কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতি রোধ করে। পরে তারা নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।

বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে।

পারিবারিক দ্বন্দ্বের জের?

বরপক্ষের অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে মুরাদ ও সুমাইয়ার কাবিন সম্পন্ন হয়। নির্ধারিত তারিখে শুক্রবার কনেকে আনতে যান বরযাত্রীরা। তবে বিয়ের দিন খাবার নিয়ে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই কনের ভাই পরিচয়ে কয়েকজন লোক নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বর।

ঘটনার পর স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: