
অধিকারপত্র ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫
কীভি, ইউক্রেন – রবিবার ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী কীভি ও পার্শ্ববর্তী অঞ্চলে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নিহতদের মধ্যে একজন ১২ বছর বয়সী মেয়ে রয়েছে।
কীভি সামরিক প্রশাসনের প্রধান তিমুর টক্যাচেঙ্কো জানান, হামলায় ভেঙে পড়েছে কয়েকটি বহুতল আবাসিক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যানবাহন ও অবকাঠামো। নগরীর অন্তত ১৫টি এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলার সময় অসংখ্য মানুষ মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ আশ্রয়ে আশ্রয় নিয়েছিল।
এছাড়া, জাপোরিজিয়া অঞ্চলেও একইসঙ্গে হামলা চালানো হয়। সেখানে অন্তত ২১ জন আহত হয়েছে বলে স্থানীয় গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইভিহা অভিযোগ করেছেন, এই হামলায় রাশিয়া শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, “নাগরিকদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এ ধরনের আক্রমণ চালানো হচ্ছে, যা যুদ্ধাপরাধ।”
আন্তর্জাতিক মহল থেকে নিন্দার ঝড় বইছে। প্রতিবেশী পোল্যান্ড তাৎক্ষণিকভাবে সীমান্তবর্তী আকাশসীমা বন্ধ করে ফাইটার জেট মোতায়েন করেছে। ইউক্রেন এরই মধ্যে পশ্চিমা বিশ্বকে নতুন করে সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।এ ধরনের বড় আকারের আকাশ হামলা রাশিয়া সাম্প্রতিক সময়ে খুব কমই চালিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চলমান যুদ্ধে কৌশলগত চাপ সৃষ্টির জন্য মস্কো আবারও রাজধানী কীভিকে লক্ষ্যবস্তু করছে।
আপনার মূল্যবান মতামত দিন: