odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাকার মেডিকেল কলেজ হোস্টেলে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৪:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৪:২৭

অধিকার পত্র ডেস্ক 

 ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিদা খান (১৯) নামে এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার বিস্তারিত
শনিবার রাত ২টার দিকে কলেজ কর্তৃপক্ষ ও হোস্টেল সুপার ডুপ্লিকেট চাবি দিয়ে নিদার কক্ষ খুলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। নিদা খান ভারতের রাজস্থানের বাসিন্দা এবং মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। দিনভর সহপাঠীদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটানোর পর রাতে নিজের কক্ষে গিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের বক্তব্য
আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের এজিএম সিদ্দিকুর রহমান জানান, নিদা বিদেশি হোস্টেলে থাকতেন এবং তার রুমমেটরাও ভারতীয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ছরোয়ার হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত এক পরীক্ষায় নকলের অভিযোগে নিদাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়া হয়। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
ইতোমধ্যে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: