odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

জনসভায় প্রাণহানি: দক্ষিণী নায়ক বিজয় থালাপতির বিরুদ্ধে মামলা

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৫ ২০:৫০

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৫ ২০:৫০

অধিকারপত্র ডটকম 

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর সভাপতি বিজয় থালাপতির বিরুদ্ধে মামলা করেছে ভারতের তামিলনাড়ু পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) তার দলের জনসভায় ৩৯ জন নিহত ও পঞ্চাশাধিক আহত হওয়ার পর এ মামলা দায়ের করা হয়।
ভারতের বার্তা সংস্থা রয়টার্সকে রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মামলার অভিযোগ

মামলায় বিজয় থালাপতি, টিভিকে’র সাধারণ সম্পাদক এন আনন্দসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ—

পুলিশের অনুমতির শর্ত ভঙ্গ,

ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা,

নিয়ম-নীতি উপেক্ষা করে জনসভা আয়োজন।

পুলিশ জানায়, শুরুতে টিভিকে ১০ হাজার মানুষের সমাবেশের অনুমতি চেয়েছিল। কিন্তু বাস্তবে ভিড় হয় তার দ্বিগুণেরও বেশি, যা বিশৃঙ্খলা ও পদদলনের ঘটনার কারণ হয়।

ঘটনা ও প্রেক্ষাপট

শনিবার অনুষ্ঠিত টিভিকে’র নির্বাচনী জনসভায় ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান ৩৯ জন। আহত হন অন্তত ৫০ জনেরও বেশি সমর্থক।
এ ঘটনায় ভক্তদের চোখে নায়ক থেকে খলনায়ক বনে গেছেন বিজয় থালাপতি।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে বিজয় রাজনৈতিক অঙ্গনে সমালোচিত হয়েছিলেন। ফলে সাম্প্রতিক এই ট্র্যাজেডি তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মর্মান্তিক এই ঘটনায় ভারতে শোক নেমে এসেছে। সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে দক্ষিণী তারকার দায়িত্বহীনতা ও রাজনীতিতে অতি দ্রুত উত্থান নিয়ে। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের দুর্ঘটনা তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: