odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে হামলায় ৩ পাহাড়ি নিহত, আহত সেনা ও পুলিশ সদস্যরা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপের আশ্বাস

odhikarpatra | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫

অধিকারপত্র ডটকম ডেস্ক 

 ২৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় সশস্ত্র হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া গুইমারা থানার ওসি-সহ তিনজন পুলিশ সদস্য ও আরও অনেকে আহত হন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) ফয়সল হাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া

মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে নিহতদের পরিবারের প্রতি। একই সঙ্গে জানানো হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তদন্ত কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে।

পরিস্থিতি ও তদন্ত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পরপরই এলাকায় অভিযান চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: