
অধিকারপত্র ডটকম ডেস্ক
নোয়াখালী | ২৮ সেপ্টেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান নিয়মেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। আর যদি জামায়াতে ইসলামী পারে, তাহলে ক্ষমতায় গিয়ে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করুক।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরায় স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পিআর পদ্ধতি নিয়ে বক্তব্য
মাহবুব উদ্দিন খোকন বলেন :
বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে।এর আগে বিএনপি ৫ বছর ক্ষমতায় ছিল, তখন জামায়াতও সরকারের অংশ ছিল। কিন্তু তখন তারা পিআর পদ্ধতির দাবি তোলে নি।পিআর জামায়াতের কর্মসূচি হতে পারে, তবে সংবিধান সংশোধন ছাড়া এ ব্যবস্থা চালু করা সম্ভব নয়।অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে না। এজন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা দরকার।
তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যদি জামায়াত পারে, তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে গিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়ন করুক।”
আন্দোলন ও ভোটাধিকার প্রসঙ্গ
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল বলেই ছাত্ররা আন্দোলনে নেমেছে এবং জনতা তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, ১৫ বছর মাঠে থেকে আন্দোলন করার ফলেই সরকার ক্ষমতা হারিয়েছে।
ব্যক্তিগত অভিজ্ঞতা
সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী জানান, তার বিরুদ্ধে ৪৬টি মামলা দেওয়া হয়েছিল এবং তিনি দুইবার কারাভোগ করেছেন। তবুও তাকে দমিয়ে রাখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে পিআর সিস্টেম জামায়াতের পিআর পদ্ধতি বিতর্ক জাতীয় নির্বাচন ও আনুপাতিক প্রতিনিধিত্ব নোয়াখালী বিএনপি সংবাদ মাহবুব উদ্দিন খোকন বক্তব্য
আপনার মূল্যবান মতামত দিন: