odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

টিভি অভিনেতা ভীর শর্মা ও তার ভাই শৌর্য শর্মা নিহত দুঃখজনক অগ্নিকাণ্ডে

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৫ ২২:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৫ ২২:১৬

অধিকারপত্র ডটকম ডেস্ক 

কোটা, রাজস্থান | ২৮ সেপ্টেম্বর ২০২৫


রাজস্থান রাজ্যের কোটা শহরে একটি দুঃখজনক অগ্নিকাণ্ডে ১০ বছর বয়সী টিভি অভিনেতা ভীর শর্মা এবং তার ১৫ বছর বয়সী বড় ভাই শৌর্য শর্মা নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার রাতের দিকের একটি বহুতল ভবনের চতুর্থ তলায়।

অগ্নিকাণ্ডের পরিস্থিতি

প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের কারণ হিসেবে একটি শর্ট সার্কিটকে সম্ভাব্য কারণ ধরা হচ্ছে। পুলিশ জানায়, চতুর্থ তলায় এই দুই ভাই তখন একাই ছিল। প্রতিবেশীরা ধোঁয়া বের হতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তাদের উদ্ধার করেন।

হাসপাতালে নেওয়া হলেও মৃত্যু

দুর্ঘটনার পর দুই ভাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও তারা মৃত অবস্থায় পৌঁছান। পুলিশ সুপার তেজস্বিনী গৌতম বলেন, “ড্রয়িং রুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, এবং ফ্ল্যাটের অন্যান্য অংশেও পুড়ে যাওয়ার চিহ্ন আছে।”

পারিবারিক তথ্য

ভীর ও শৌর্য শর্মার মা রীতা শর্মা একজন অভিনেত্রী, আর বাবা জিতেন্দ্র শর্মা একটি প্রাইভেট কোচিং ইন্সটিটিউটের শিক্ষক। অগ্নিকাণ্ডে পরিবার গভীর শোকাহত এবং স্থানীয় কমিউনিটি এই আকস্মিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: