odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের দৃঢ় অবস্থান: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৫ ২৩:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৫ ২৩:১৬

অধিকার পত্র ডটকম ডেস্ক 

ঢাকা | ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে কমিশন দ্বিধা করবে না।
সিইসি রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী অধিবেশনে এই মন্তব্য করেন। তিনি জানান, “আমরা এবার পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা পুনরুদ্ধার করেছি। কোথাও গুরুতর অনিয়ম ধরা পড়লে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করা হবে এবং সেনাবাহিনী মোতায়েন করে পুনরায় ভোটগ্রহণ করা হবে।”

আন্তর্জাতিক ও স্থানীয় পর্যবেক্ষণ বৃদ্ধি

নাসির উদ্দিন বলেন, “আমরা চাই এই নির্বাচন যেন স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষককে স্বাগত জানাই। দেশীয় পর্যবেক্ষকদেরও সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই অপব্যবহার মোকাবেলা

সিইসি আরও বলেন, “ভার্চুয়াল প্ল্যাটফর্মে অপপ্রচার, ভুয়া তথ্য ও প্রযুক্তির অপব্যবহার মোকাবেলার জন্য যে প্রস্তাব এসেছে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। অতীতে অনেক পরামর্শ কার্যকর হয়নি, এবার আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।”

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সমন্বয় আহ্বান

তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচন কমিশন একা কাজ করতে পারবে না। সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, নাগরিক সমাজ—সবার সমন্বিত সহযোগিতা দরকার। জনগণকে ভোটের প্রতি উৎসাহিত করুন।”

বিশেষ প্রস্তাবনা

সংলাপে অংশগ্রহণকারীরা ভোটের আগে, চলাকালীন ও পরে নারী ও শিশুদের নিরাপত্তা, প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় শিক্ষাবিদ, আইনজীবী, নারী অধিকারকর্মী, উন্নয়নকর্মীসহ ১৩ জন বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকালে আস্থা পুনরুদ্ধার, শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেন।



আপনার মূল্যবান মতামত দিন: