
অধিকার পত্র ডটকম ডেস্ক
জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক | গত শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, স্থানীয় সময় দুপুর ১টা
ঘটনার সারসংক্ষেপ
জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ ঘিরে পাল্টাপাল্টি সমাবেশে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও আওয়ামী লীগের প্রবাসী নেতা–কর্মীরা ভিন্ন ভিন্ন ব্যারিকেডে সমাবেশ করলেও পরস্পরের উসকানিমূলক স্লোগান ও বক্তব্যে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং আওয়ামী লীগের দুই নেতা আহত হন। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে বিএনপি কর্মী রিয়াজ রহমানকে গ্রেফতার করে নিউইয়র্ক পুলিশ।
কে কোথায় ছিলেন
বিএনপির পক্ষ থেকে সমাবেশে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, গোলাম ফারুক শাহীন, মোস্তফা কামাল পাশা বাবুলসহ নিউইয়র্ক স্টেট ও মহানগর বিএনপির নেতারা।
আওয়ামী লীগের সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ড. প্রদিপ রজ্ঞন কর, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, এম এ করিম জাহাঙ্গিরসহ শতাধিক নেতা–কর্মী।
ঘটনার বিবরণ
প্রথমে শান্তিপূর্ণভাবে সমাবেশ চললেও দুপুর ১টার কিছু পর ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল হাতে ইউনূসের ব্যঙ্গচিত্র সম্বলিত একটি ‘গার্বেজ ক্যান’ নিয়ে ভুলক্রমে বিএনপির বেষ্টনীতে ঢুকে পড়েন। এসময় বিএনপি কর্মীরা তাকে লক্ষ্য করে হামলা চালালে তিনি আহত হন।
সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে অতর্কিতে হামলা করেন বিএনপির কর্মী রিয়াজ রহমান। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে রিয়াজকে আটক করে এবং আহত হৃদয় মিয়াকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।
পক্ষদ্বয়ের বক্তব্য
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, মুহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, হত্যা, লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। তারা তার অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
বিএনপির নেতারা সমাবেশে মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানান এবং তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা আখ্যা দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবি করেন।
পূর্ববর্তী ঘটনা
উল্লেখ্য, এর আগে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনসহ ইউনূসের সফরসঙ্গীদের লক্ষ্য করে ডিম হামলা হয়েছিল। সেই ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী গ্রেফতার হলেও পরে জামিনে মুক্ত হন। পর্যবেক্ষকদের মতে, ওই ঘটনার রেশ টানতেই ২৬ সেপ্টেম্বরের সহিংসতা ঘটে।
বিশ্লেষণ
এই ঘটনা প্রমাণ করে যে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও রাজনৈতিক বিভাজন তীব্র আকার ধারণ করছে। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘের মতো কূটনৈতিক স্থানে এ ধরনের সহিংসতা বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দুই দলের প্রবাসী সংগঠনগুলো সংযত না হলে ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ আকার নিতে পারে।
রিয়াজ রহমান গ্রেফতার আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ। প্রবাসী বাংলাদেশি রাজনীতি মুহাম্মদ ইউনূস ভাষণ প্রতিবাদ নিউইয়র্ক আওয়ামী লীগ বিএনপি সমাবেশ জাতিসংঘের সামনে সংঘর্ষ ২০২৫
আপনার মূল্যবান মতামত দিন: