odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

অনলাইনে সংগঠন গড়ার অভিযোগে তৃণমূল সংগ্রামী লীগের ৪ সদস্য গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৫

ঢাকায় অনলাইনে সংগঠন গড়ে তোলার অভিযোগে তৃণমূল সংগ্রামী লীগের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। ঝটিকা মিছিল, ককটেল হামলা ও বিদেশি অর্থায়নের প্রমাণ মিলেছে।

অধিকার পত্র ডটকম 

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে অনলাইনে তৃণমূল কর্মীদের সংগঠিত করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাতের অভিযানে তাদের আটক করা হয়।

ডিবি-সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তামান্না নুসরাত বুবলী নিজেকে শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ (এসএইচটিএসএল)-এর প্রধান উপদেষ্টা দাবি করে রাজধানীতে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছিলেন।

এছাড়া, মো. মানিকুরুর রহমানের নেতৃত্বে সংগঠনটির কাঠামো গঠন করা হচ্ছিল। অপরদিকে, আবিরুজ্জামান ওরফে আবির ঢাকার শ্যামলী এলাকায় ককটেল হামলা এবং মিছিলের নেতৃত্ব দেন। তিনি মহানগর উত্তর ছাত্রলীগকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করছিলেন এবং বিদেশি অর্থায়নের সাথেও সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।



আপনার মূল্যবান মতামত দিন: