odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

৭ বছর পর কারামুক্ত কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব, পায়ে থাকছে ইলেকট্রনিক যন্ত্র

odhikarpatra | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০০

odhikarpatra
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০০

আন্তর্জাতিক ডেস্ক:

সাত বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব। তবে সৌদি সরকার তাকে এখনো সম্পূর্ণ স্বাধীন করেনি। কারামুক্ত হলেও তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং তার পায়ে বিশেষ ইলেকট্রনিক মনিটর লাগানো রয়েছে।

সৌদি আরবের মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ‘প্রিজনার্স অব কনসায়েন্স’ সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির দাবি, শায়খ সালেহ আল-তালিবের বিরুদ্ধে কখনোই আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি।

কেন আটক হয়েছিলেন ইমাম আল-তালিব?

২০১৮ সালে এক খুতবায় তিনি অন্যায় ও ইসলামে নৈতিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। একই বক্তৃতায় সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও মিশ্র লিঙ্গের অনুষ্ঠানের সমালোচনা করেন। এর পরপরই তাকে আটক করা হয়।
২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।

ইমাম আল-তালিবের পটভূমি

১৯৭৪ সালের ২৩ জানুয়ারি হুৎতাত বানী তায়মি পরিবারে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ আল-তালিব। ইসলামি শিক্ষাবিদ, বিচারক ও গবেষক হিসেবে পরিচিত এই পরিবারে তিনি বেড়ে ওঠেন।
তিনি কুরআনের সুমধুর তেলাওয়াত ও প্রাঞ্জল বক্তৃতার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। অনলাইনে তার লাখো অনুসারী রয়েছে। বন্দিত্বের আগে তিনি মক্কা, রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া

তার মুক্তির খবরে মুসলিম বিশ্বের বিভিন্ন মহল স্বস্তি প্রকাশ করেছে। তবে পায়ে ইলেকট্রনিক যন্ত্র পরিয়ে তাকে গৃহবন্দি রাখার ঘটনায় সমালোচনা বাড়ছে।

সৌদি সরকারের কঠোর অবস্থান

২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে ধর্মীয় ব্যক্তিত্ব, রাজপরিবারের সদস্য ও সমালোচকদের ব্যাপক হারে গ্রেপ্তার করা হচ্ছে। এ নীতি নিয়ে আন্তর্জাতিক মহল দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: