odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জাতিসংঘ অধিবেশনের আড়ালে গাজায় আরও ৩৬০ ফিলিস্তিনি নিহত

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ০২:০৮

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ০২:০৮

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে বিশ্বের নজর যখন নিউইয়র্কে, তখন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত, বাস্তুচ্যুত ও খাদ্য সংকটে পড়েছেন।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এই পরিস্থিতিকে অনেকেই গণহত্যা হিসেবে আখ্যা দিচ্ছেন।

জাতিসংঘে আলোচনার ফাঁকে গাজার করুণ চিত্র

জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও বাস্তবে গাজায় সহিংসতা থেমে নেই। ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের অভাবে তারা চরম দুর্দশায় ভুগছেন।

দীর্ঘস্থায়ী সংকট

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা সত্ত্বেও কার্যত কোনো সমাধান দেখা যাচ্ছে না।

বিশ্ব জনমতের চাপ

মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজার বর্তমান পরিস্থিতি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধের শামিল। তবুও ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব শক্তিগুলো।:

জাতিসংঘ অধিবেশনের আড়ালে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: