
অধিকারপত্র ডেস্ক
মূলপ্রতিবেদন :
রাজধানী ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সময়ের সাথে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
সারাদেশে আজ সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: