odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

দোহা হামলার ঘটনায় কাতারের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ১৪:২৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ১৪:২৬

অধিকারপত্র ডটকম ডেস্ক 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চেয়েছেন দোহায় ইসরায়েলি বিমান হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায়। চলতি মাসে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কাতারি নাগরিকের মৃত্যুর পর বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ছড়িয়ে পড়ে।

ট্রাম্পের মধ্যস্থতায় ক্ষমা প্রার্থনা

সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এক যৌথ টেলিফোন কলে যোগ দেন। এ সময় তিনি দোহা হামলার ঘটনায় কাতারি নাগরিক নিহত হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

নেতানিয়াহু আরও আশ্বস্ত করেন যে ইসরায়েলের লক্ষ্য ছিল হামাস নেতারা, কাতারি জনগণ নয়। ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে সে প্রতিশ্রুতিও দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: