odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ১৫:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ১৫:১৫

অধিকারপত্র ডেস্ক 

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ছে। বিভিন্ন জেলায় দলীয় অফিসে হামলা, মিছিল-মিটিংয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থানে রাখা হয়েছে। কমিশনের দাবি, সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। একপক্ষ অভিযোগ করছে, প্রতিদ্বন্দ্বী দল নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অন্যপক্ষ বলছে, প্রশাসন নিরপেক্ষ নয় এবং নির্দিষ্ট প্রার্থীদের পক্ষে কাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে যদি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা না যায়, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও বাংলাদেশের নির্বাচনের দিকে রয়েছে।

সাধারণ ভোটাররা চান, ভয়ভীতি ছাড়াই যেন তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এজন্য তারা নির্বাচন কমিশন ও সরকারের প্রতি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: