
লন্ডন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্যের লেবার পার্টির বার্ষিক সম্মেলনে সদস্যরা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছেন।
- প্রস্তাবটি উত্থাপন করে শ্রমিক সংগঠন ইউনিসন ও আসলেফ।
- এতে বলা হয়, জাতিসংঘের তদন্ত রিপোর্ট অনুযায়ী গাজায় গণহত্যার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।
- যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ, অর্থনৈতিক চুক্তি স্থগিত, এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
- প্রস্তাবটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবে এটি সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।
- প্রধানমন্ত্রী কীর স্টারমার ও ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, “গণহত্যা”র প্রশ্ন আদালতের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত, রাজনীতির মাধ্যমে নয়।
- প্যালেস্টাইন সলিড্যারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল একে “সরকারের জন্য বড় রাজনৈতিক পরাজয়” হিসেবে অভিহিত করেন এবং সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।
- সম্মেলনের বাইরে আন্দোলনকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন; পুলিশ জানিয়েছে, ৬৬ জনকে আটক করা হয়েছে।
যুক্তরাজ্য লেবার পার্টি গাজা গণহত্যা ইসরালি আগ্রাসন আন্তর্জাতিক আদালত মানবিক সহায়তা প্যালেস্টাইন সংকট
আপনার মূল্যবান মতামত দিন: