odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আফ্রিকায় ইসরায়েলের কূটনৈতিক দৌড়: গোপন লক্ষ্য নিয়ে প্রশ্ন

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ১৭:০০

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ১৭:০০

 (অধিকারপত্র ডটকম) ডেস্ক 

 ইসরায়েল আফ্রিকার দেশগুলোতে দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। জাম্বিয়ায় ৫২ বছর পর দূতাবাস পুনরায় চালু থেকে শুরু করে নাইজেরিয়া ও সাউথ সুদানে সফর—সব মিলিয়ে নতুন কূটনৈতিক দৌড় নিয়ে বিশ্লেষকদের প্রশ্ন, এর আসল উদ্দেশ্য কী?

মূল তথ্য:
• আগস্টে জাম্বিয়ায় নতুন দূতাবাস চালুর মাধ্যমে ইসরায়েল বলছে, “আফ্রিকায় ফিরে আসছে”।
• নাইজেরিয়া সফর হলেও দেশটি প্রকাশ্যে বড় ধরনের প্রচারণা চালায়নি।
• সাউথ সুদানে ইসরায়েল মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাকে প্রভাব বিস্তারের কৌশল হিসেবে ব্যবহার করছে।
• আন্তর্জাতিক মহলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজা থেকে ফিলিস্তিনিদের আফ্রিকার কোনো দেশে স্থানান্তরের গুঞ্জন, যা সংশ্লিষ্ট দেশগুলো অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মন্তব্য:
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গাজায় সামরিক অভিযানের সমালোচনা ঠেকাতে এবং আন্তর্জাতিক সমর্থন পুনরুদ্ধারে ইসরায়েল আফ্রিকান দেশগুলোকে টার্গেট করছে। তবে আফ্রিকান ইউনিয়নসহ অনেক দেশ ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ায় এই কূটনৈতিক উদ্যোগ সফল হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: