odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে আর্জেন্টাইন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫

অধিকারপত্র  ডটকম ডেস্ক 

 বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা আজ সকালে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জামায়াত আমীরের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

  বৈঠকের আলোচনায় উঠে আসে:
• বাংলাদেশ-আর্জেন্টিনা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার
• বিনিয়োগ বৃদ্ধি ও সহযোগিতার সম্ভাবনা
• আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা

রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার সমর্থন আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগ খাতেও অংশগ্রহণ বাড়বে।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।



আপনার মূল্যবান মতামত দিন: