
ঢাকা, বাংলাদেশ:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে চারজন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন- আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা, লায়েকা বশীর এবং র্যাচেল প্যারিস। বুধবার বিকেলে তারা অ্যাকাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের কাছে পদত্যাগপত্র জমা দেন।
আজাদ আবুল কালাম জানিয়েছেন, পর্ষদ কার্যত অকার্যকর ছিল। তিনি বলেন, “নামমাত্র পর্ষদ হওয়ায় কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। আইন অনুযায়ী ন্যূনতম তিন মাসে একবার সভা হওয়ার কথা থাকলেও গত নয় মাসে মাত্র একবার সভা হয়েছে। এর ফলে পর্ষদের কার্যকারিতা শূন্যের মতো। আমরা শুধু নাম লিখে রাখার জন্য দায়বদ্ধ হয়ে যাচ্ছি।”
গত বছরের ১৭ অক্টোবর শিল্পকলা একাডেমি আইন-১৯৮৯ অনুযায়ী নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিভাগ থেকে প্রতিনিধিরা মনোনীত হন। তবে পর্ষদ গঠনের পর কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ থাকাকালীন সময়ে মাত্র একবার সভা হয়, এবং তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করার পর থেকে আর কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
পদত্যাগকারীরা উল্লেখ করেছেন, নিয়ম অনুযায়ী ১৮ মার্চের মধ্যে ১২৬তম সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই ব্যত্যয়কে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এর আগে শিল্পকলা পরিষদে পদত্যাগের ঘটনা ঘটে; জুলাইয়ে চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান এবং পরবর্তীতে পরিষদ সদস্য ও লেখক-গবেষক আলতাফ পারভেজ পদত্যাগ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: