odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

নওগাঁয় বাসে সহযাত্রীকে অজ্ঞান করে মালামাল লুট, একজন আটক

odhikarpatra | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ২৩:৫৯

অধিকার পত্র ডেস্ক 

নওগাঁয় বাসে সহযাত্রীকে অজ্ঞান করে তার মালামাল লুটের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহণের একটি বাসে।

ভুক্তভোগী যাত্রী এ আর হোসেন দুবাই প্রবাসী। তিনি ঢাকা থেকে বগুড়ার আদমদিঘী উপজেলার কুন্দগ্রামে আসছিলেন। বাসে পাশের সিটে বসা যাত্রী আরমান হোসেন তাকে জুস খাওয়ানোর প্রস্তাব দেন। জুস খাওয়ার পর এ আর হোসেন অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি করা হয়।

চেতনা ফিরে এলে ভুক্তভোগী বাসের অন্যান্য যাত্রীদের সহযোগিতায় চোরকে ধরেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: