
অধিকার পত্র ডেস্ক
টাঙ্গাইল, ২ অক্টোবর ২০২৫
টাঙ্গাইল সদর উপজেলার বটতলা আশ্রম, কলেজপাড়া, দীঘুলিয়া, বিশ্বাস বেতকা, আশেকপুর ও করোটিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এই কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এই সময়ে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে স্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলে প্রকাশিত তথ্য অনুযায়ী, তারা মণ্ডপগুলোতে শুভেচ্ছা বিনিময় ও জনগণকে শুভকামনা জানিয়েছেন।
এ ধরনের আগমন কার্যক্রম স্থানীয় রাজনৈতিক চিত্রকে আরও সক্রিয় করে তোলে। বেশ কিছু পূজা মণ্ডপে জনসাধারণের সাথে সমন্বয়, শুভেচ্ছা বিনিময় ও অনুষ্ঠান পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: