odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কলকাতা পুরসভা ও পুলিশ দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ১৫:৪৭

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ১৫:৪৭

অধিকার পত্র ডেস্ক 

কলকাতা: শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি উপলক্ষে আগামীকাল বিজয়া দশমী। এই দিনটি বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মা দুর্গার বিদায়ের সময়। প্রতিমা বিসর্জনের জন্য কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ যৌথভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রতি বছর কলকাতার গঙ্গায় হাজার হাজার দুর্গাপ্রতিমার বিসর্জন হয়। এবারও পুরসভা ও পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে যে, প্রতিটি ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশেষ করে জাজেস ঘাট, বাজা কদমতলা ঘাট এবং নিমতলা ঘাটে অতিরিক্ত ক্রেন ও আধুনিক যন্ত্রপাতি মোতায়েন করা হবে, যাতে প্রতিমা দ্রুত ও নিরাপদে নিরঞ্জন করা যায়।

এছাড়া, গঙ্গার জল যাতে দূষিত না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন মেনে ফুল, মালা এবং অন্যান্য পুজোর সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করা হয়েছে। পুরসভা ও পুলিশ প্রশাসন আশা করছে, এবারের প্রতিমা বিসর্জন হবে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে।

কলকাতা পুরসভা ও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসীও আশাবাদী যে, এবারের দুর্গাপ্রতিমা বিসর্জন হবে নিরাপদ ও পরিবেশবান্ধব।



আপনার মূল্যবান মতামত দিন: