odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান

odhikarpatra | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৬:১২

odhikarpatra
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৬:১২

অধিকার পত্র ডেস্ক 

কাপ্তাই হ্রদে গত ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে একাধিক নৌকা ডুবে যায়। এ ঘটনায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে জীবিত এবং এক শিশুসহ তিনজনের মৃত দেহ উদ্ধার করেছে।আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।   

একই রাতে (৩০ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ছয়জন যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নামে দু’জন নিখোঁজ রয়েছেন।

সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও উক্ত দু’জন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা



আপনার মূল্যবান মতামত দিন: