odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

মেয়ে আদিরাকে ছাড়াই কেন দুর্গাপুজোয় আসেন রানি মুখোপাধ্যায়, নেপথ্যের কারণ খোলসা করলেন অভিনেত্রী

odhikarpatra | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৭:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৭:৪৪

অধিকারপত্র ডটকম ডেস্ক 

প্রতি বছরের মতো এবারও বড় আকারে দুর্গাপুজোর আয়োজন করেছিল মুখোপাধ্যায় পরিবার। পুজোর চার দিনই মণ্ডপে প্রায় সারা ক্ষণ দেখা গিয়েছে রানী মুখার্জিকে। উপস্থিত ছিলেন কাজলসহ বলিউডের বহু তারকা। এছাড়া পুজোতে চোখে পড়েছিল রণবীর কাপূর, আলিয়া ভট্ট, বিপাশা বসু, অজয় দেবগন–সহ আরও অনেক তারকা।

তবুও দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল—এই পুজোয় কেন দেখা যায়নি রানীর স্বামী আদিত্য চোপড়া এবং মেয়ে আদিরা চোপড়াকে?

সম্প্রতি রানী মুখার্জি একটি সাক্ষাৎকারে বিষয়টি খোলসা করেছেন। তিনি জানান, “আমি এবং আদিত্য চাই না আদিরা অহেতুক সকলের নজরকাড়ার শিকার হোক। মেয়েকে তার নিজস্ব যোগ্যতায় পরিচিতি অর্জন করতে হবে। আমরা চাই না সে শুধুমাত্র মা-বাবার পরিচিতিতে সবসময় সাফল্য পাক। তাই কোনও সময়ই মিডিয়ার সামনে তাকে আনা হয় না। এটা আমাদের যৌথ সিদ্ধান্ত।”

পুজোর চার দিনই মণ্ডপে ছিলেন রানী, কিন্তু স্বামী ও মেয়ে ছিলেন দূরে। তিনি আরও বলেন, “আমি চাই আদিরা মিডিয়ার অতিরিক্ত নজরকাড়ার শিকার না হয়ে তার নিজের দক্ষতায় সাফল্য পাক।”



আপনার মূল্যবান মতামত দিন: