odhikarpatra@gmail.com ঢাকা | শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই, সাহিত্য ও ভাষার অমল ছেড়ে গেছেন তিনি

odhikarpatra | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৭:৩৫

অধিকার পত্র ডেস্ক 

ভাষাসৈনিক আহমদ রফিক, যিনি বাংলা ভাষা আন্দোলন, সাহিত্য ও সংস্কৃতির দিক দিয়ে দ্যুতিমান এক নাম, ২ অক্টোবর  গতকাল রাত ১০টা ১২ মিনিটে বার্ধক্য জনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি এসেছিলেন বারডেম (Bangladesh Specialized Hospital) হাসপাতালে ভর্তির পর থেকে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানান যে, তাঁর শরীরে একাধিক জটিল রোগ দেখা দিয়েছিল — ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ব্যর্থতা, আলঝেইমারস রোগ, পার্কিনসন’s রোগ, ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা, শয্যা-জট ও ফুসফুসের সংক্রমণ।

আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ছাত্র সংগঠনের সঙ্গে মিলে ছাত্র আন্দোলন গড়ে তুলেছেন। তাঁর সাহিত্যকর্মও ব্যাপক বিভিন্ন বিষয়ভিত্তিক রচনা ও সম্পাদিত গ্রন্থ শতাধিক।

প্রত্যেকেই জানেন, ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজে ছাত্র থাকাকালীন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

২০০৬ সালে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একা বাস করতেন নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায়। ২০১৯ সাল থেকে দৃষ্টিশক্তি কমতে থাকে, ও ২০২৩ সাল নাগাদ প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন।

সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান ছিল — একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র সাহিত্য পুরস্কারসহ নানা সম্মাননা অর্জন করেছেন।

নিহতের প্রতি গভীর শোক জানান সাধারণ মানুষ, সাহিত্যপ্রেমী ও বুদ্ধিজীবীরা।



আপনার মূল্যবান মতামত দিন: