odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় একজন নিহত, শনাক্তের চেষ্টা চলছে

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৫ ১৪:৪১

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৫ ১৪:৪১

অধিকার পত্র ডেস্ক 

মাদারীপুর জেলার শিবচর উপজেলা তে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ট্রেনের ধাক্কায় নিহত অবস্থায় পাওয়া গেছে। 

স্থানীয়দের বর্ণনায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি রেল পুলিশের কাছে হস্তান্তর করেছে। কারণ দুর্ঘটনাটি রেললাইনের পাশেই ঘটেছে।

রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, “আমরা মরদেহ উদ্ধার করেছি; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ট্রেন ধাক্কার ফলাফল। তবে এখনও নিহত ব্যক্তির নাম বা পরিচয় পাওয়া যায়নি।” 

তথ্য অনুযায়ী, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মৃত্যুর সঠিক কারণ, ঘটনার সময় ও পরিস্থিতি নির্ধারণে রেল ও স্থানীয় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: