odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

উর্বশী রাউটেলা আবারও ট্রোলড: প্রিয়াঙ্কা চোপড়ার পোস্ট হুবহু কপি করায় নেটিজেনদের হাস্যরস

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৫ ১৬:২০

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৫ ১৬:২০

 

মুম্বাই, ৩ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র ডটকম) ডেস্ক 

বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা আবারও নেটিজেনদের হাস্যরসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সম্প্রতি, তিনি প্রিয়াঙ্কা চোপড়া-এর ইনস্টাগ্রাম স্টোরি হুবহু কপি করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে জেন গুডঅলমহাত্মা গান্ধী-এর উক্তি শেয়ার করেছিলেন। কিছু সময় পর, উর্বশীও একই উক্তি শেয়ার করেন, যা নেটিজেনদের নজর এড়ায়নি। তারা এই ঘটনা নিয়ে মজা করে মন্তব্য করেছেন, কেউ বলেছেন, "উর্বশী হলেন আমাদের 'স্কুলের ক্রাশ' যিনি মনোযোগ পাওয়ার জন্য সবকিছু করেন।"

এটি প্রথমবার নয়, এর আগেও উর্বশীকে একই ধরনের কপি-পেস্টের জন্য ট্রোলড করা হয়েছে। তবে, উর্বশী এই ধরনের ট্রোলিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তিনি তার অনুরাগীদের সঙ্গে হাস্যরসের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: