odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা “অধিকার” দৃষ্টিতে শেষ ম্যাচের লড়াই

odhikarpatra | প্রকাশিত: ৪ October ২০২৫ ১৯:১৮

odhikarpatra
প্রকাশিত: ৪ October ২০২৫ ১৯:১৮

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা, ৪ অক্টোবর ২০২৫  —
বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে তিন-ম্যাচ টিটি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং শেষ ম্যাচ জিতে সিরিজটি হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

খেলা হবে  আরব আমিরাতের  শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় রাত ৮:৩০।পরাজয়ের শঙ্কা মেটাতে এবং সিরিজ পুরোপুরি জয় করতে এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচে বাংলাদেশ ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে শুরুতে ভালো ছন্দ দেখিয়েছিল। উদ্বোধনী জুটিতে দ্রুত রান সংগ্রহ হলেও হঠাৎ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানরিশাদ হোসেন-এর খেলায় সিরিজ জয় নিশ্চিত হয়।

দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা শুরুতে ধাক্কা খেয়েছিল, তবে জাকের আলিশামীম হোসেন মিলে মাঝমাঠে কাজ করে চাপ মুক্ত করে দিয়েছিলেন। পরে নুরুল হাসান সোহান জয়ের জন্য ক্লজ দান করেন।

বাংলাদেশ দলে থাকছে:
জাকের আলি (অধিনায়ক), অনিক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফুদ্দিন ও সৌম্য সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: