odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

পিছিয়ে গেল জিৎের আগামী ছবির শুটিং! পূজা কার্নিভাল, না কি অতিরিক্ত বাজেট, নেপথ্য কারণ কী?

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ০৯:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ০৯:৪৩

জিৎ আবারও ছক ভাঙছেন। ‘সুপার হিরো’র তকমা সরিয়ে তিনি বিপ্লবী ‘অনন্ত সিংহ’। পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে আরও অনেক চমক আছে। তবে সাম্প্রতিক চমক, তিনি নাকি প্রযোজকের ঘরে ‘ডাকাতি’ করেছেন!

৫ সেপ্টেম্বর থেকে ছবির প্রথম শুটিং শুরুর কথা ছিল তাঁর। অতিরিক্ত বাজেট নাকি ছবির শুটিং পিছোতে বাধ্য করেছে!

টলিউডে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছেন পরিচালক?  পথিকৃৎ অবশ্য সেই গুঞ্জন নস্যাৎ করে দিয়েছেন। তাঁর সপাট দাবি, “বাংলা ছবি কত বাজেটে তৈরি হয়, জানি। আমার বাজেটের কারণে আজ পর্যন্ত কোনও ছবি পিছোয়নি।” তিনি জানিয়েছেন, রবিবার দুর্গাপুজোর কার্নিভাল। রেড রোড, জিপিও-র সামনে তাই রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। এই কারণেই শুটিং পিছিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: