ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

গাজা শান্তিচুক্তির প্রথম দিন সফল সূচনা মিশরে আহ্বান সমর্থন

odhikarpatra | প্রকাশিত: ৭ October ২০২৫ ০৯:২২

odhikarpatra
প্রকাশিত: ৭ October ২০২৫ ০৯:২২

 

মিশরের শর্ম এল-শেখে গাজা সংক্রান্ত ইসরায়েল ও হামাসের মধ্যবর্তী অপ্রত্যক্ষ শান্তিচুক্তি আলোচনা প্রথম দিনেই ইতিবাচক মেজাজে শেষ হয়েছে।

সমাজের বেশ কয়েকটি সূত্র জানায়, আলোচনায় বন্দীপুঙ্খ ও বন্দি বিনিময়, আগ্নি-নির্বোধ  ও গাজায় মানবিক সহায়তা প্রবেশ বিষয়গুলি গুরুত্ব পেয়েছে।মিশরের রাষ্ট্রসংলগ্ন সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ অনুযায়ী, আলোচনায় একটি রোডম্যাপ চিত্রায়িত হয়েছে, যাতে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়া হবে।ওই সময়, হামাস প্রতিনিধিদল বলেছে গাজায় অব্যাহত বোমাবর্ষণ আলোচনা ও বন্দি মুক্তির প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আলাপসূত্রে দেশ দুটি দ্রুত বন্দি বিনিময় করতে চায়, যাতে আলোচনায় গতিশীলতা আসে।ট্রাম্প বলেছেন, “আমরা একটা চমৎকার চুক্তির সুযোগ পাচ্ছি”  তিনি আরও যুক্ত করেছেন যে হামাস ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলেছে।

পরবর্তী দিনগুলিতেও আলোচনার ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: