ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত: ফ্যাক্টওয়াচ

odhikarpatra | প্রকাশিত: ৭ October ২০২৫ ১০:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৭ October ২০২৫ ১০:৩৫

 

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ :
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তবে, ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ এই দাবিকে ভিত্তিহীন ও গুজব বলে চিহ্নিত করেছে।

ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওটি এটিএন নিউজের একটি প্রতিবেদনের শুরুর অংশ কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। মূল প্রতিবেদনে বলা হয়, গত ২৭ আগস্ট চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান। এরপর গুঞ্জন ওঠে, গোপনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। এই গুঞ্জনের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না মুহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে প্রধান বিচারপতিকে আহ্বান করেছেন সেনাপ্রধান।

তবে প্রতিবেদনের পরের অংশে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বরাতে বলা হয়, এসব গুজব ভিত্তিহীন।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির বিভিন্ন কী ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে এটিএন নিউজের প্রতিবেদনটি পাওয়া গেছে, যা গত ১ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করা হয়েছিল। মূল প্রতিবেদনের পরের অংশে এসব গুজবকে ভিত্তিহীন বলে চিহ্নিত করা হয়েছে।

ফ্যাক্টওয়াচ আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।



আপনার মূল্যবান মতামত দিন: