odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মিরপুর অগ্নিকাণ্ড : ১৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

odhikarpatra | প্রকাশিত: ২০ October ২০২৫ ১৪:৪২

odhikarpatra
প্রকাশিত: ২০ October ২০২৫ ১৪:৪২

মিরপুরের শিয়ালবাড়িতে তৈরি পোশাক কারখানা (আরএমজি) ও রাসায়নিক গুদামে সম্প্রতি লাগা আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের লাশ রোববার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান এ কথা নিশ্চিত করে জানিয়েছেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লাশগুলো হস্তান্তর করা হয়।

রোববার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মর্গে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে, তেজগাঁও উন্নয়ন সার্কেলের প্রকৌশলী মো. জাকির হোসেন দাফনের খরচের জন্য প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা করা হয়



আপনার মূল্যবান মতামত দিন: