
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক আক্রান্তের হিসাব:
- ঢাকা বিভাগে: ২০৩ জন
- ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ২১১ জন
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ৯৯ জন
- চট্টগ্রাম বিভাগে: ১১৪ জন
- বরিশাল বিভাগে: ১৩৯ জন
- খুলনা বিভাগে: ৫৫ জন
- ময়মনসিংহ বিভাগে: ৩৩ জন
- রাজশাহী বিভাগে: ৬৩ জন
- রংপুর বিভাগে: ২৩ জন
- সিলেট বিভাগে: ২ জন
২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৪:
মারা যাওয়া ৪ জনের মধ্যে
- ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের,
- ১ জন ময়মনসিংহ বিভাগের,
- এবং ২ জন রাজশাহী বিভাগের।
রোগমুক্ত ও মোট পরিস্থিতি:
গত ২৪ ঘণ্টায় ৮৯১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ৫৭,৭০২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী:
- ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
- ২০২৩ সালে ছিল সবচেয়ে ভয়াবহ বছর — আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন, মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, চলমান মৌসুমে ডেঙ্গু সংক্রমণ আবারও দ্রুত বাড়ছে, তাই বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা এখনই জরুরি।
আপনার মূল্যবান মতামত দিন: