
ঢাকা, ২০ অক্টোবর ২০২৫:
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।”
তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনে নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা যায়। পাশাপাশি আগের তিনটি সাধারণ নির্বাচনে দায়িত্বে থাকা ব্যক্তিদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে।
বডিওর্ন ক্যামেরা কেনা প্রসঙ্গে তিনি বলেন, ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং তা যথাযথ প্রক্রিয়ায় কেনা হবে।
সাম্প্রতিক বিমানবন্দরসহ বড় অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সম্ভাবনা তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া, ডিসেম্বরের মধ্যে বিদেশি মিশনগুলোতে ই-পাসপোর্ট সেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো এবং বিমানবন্দরে সর্বোত্তম সেবা নিশ্চিতের বিষয়ও বিবেচনাধীন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আপনার মূল্যবান মতামত দিন: