odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫
নোয়াখালীতে ছাত্রশিবিরের কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে

হামলার অভিযোগ, বিএনপি-যুবদলকে দায়ী করলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম

odhikarpatra | প্রকাশিত: ২০ October ২০২৫ ২৩:১২

odhikarpatra
প্রকাশিত: ২০ October ২০২৫ ২৩:১২

নোয়াখালী, ২০ অক্টোবর ২০২৫ (অধিকারপত্র.কম) — নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ঘটনার বিবরণ ও দাবি
শনিবার (১৮ অক্টোবর) আসরের নামাজের পর ছাত্রশিবিরের উদ্যোগে দারসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হলে সেখানে কিছু যুবদল নেতাকর্মী হামলা চালান বলে অভিযোগ। এর প্রতিবাদে রোববার একই মসজিদে আবারও কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করা হলে, নামাজ শেষে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের দাবি, হামলাকারীরা মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে রাখে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, কেরামতিয়া মাদ্রাসার সভাপতি আরাফাত আলীসহ অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

শিবির সভাপতির বক্তব্য ও আলটিমেটাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন—

“নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতি, নোয়াখালী সদরে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি-যুবদলের সন্ত্রাসীরা। কুরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা এর দায় সরকারকেই নিতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না।”



আপনার মূল্যবান মতামত দিন: