odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

রাজধানীতে একদিনে ১৩১ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৫ ১৯:২৩

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৫ ১৯:২৩

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ অক্টোবর ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সারাদিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল বিভাগ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে:

  • উত্তরা পূর্ব থানা থেকে ৬ জন
  • উত্তরা পশ্চিম থানা থেকে ২ জন
  • গুলশান থেকে ২৪ জন
  • খিলক্ষেত থানা থেকে ৪ জন
  • ক্যান্টনমেন্ট থানা থেকে ৩ জন
  • ধানমন্ডি থানা থেকে ৬ জন
  • নিউমার্কেট থানা থেকে ৬ জন
  • শাহবাগ থানা থেকে ৩ জন
  • মোহাম্মদপুর থানা থেকে ৮ জন
  • হাতিরঝিল থানা থেকে ১ জন
  • পল্টন থানা থেকে ৬ জন
  • মতিঝিল থানা থেকে ৪০ জন
  • ডিবি-ওয়ারী থেকে ২২ জন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,

“গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

রাজধানীতে সারাদিনব্যাপী পরিচালিত এই অভিযানের মাধ্যমে শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অঘোষিত কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: