আন্তর্জাতিক ডেস্ক | অধিকারপত্র ডটকম | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হওয়ার আগেই ঘটে গেল ভয়াবহ ড্রোন হামলা! মঙ্গলবার ভোরে সুদানের রাজধানী খার্তুমে একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভোর ৪টা থেকে ৬টার মধ্যে খার্তুমের মধ্য ও দক্ষিণাঞ্চলে ড্রোনের গর্জন এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন।
চালুর আগেই হামলা
সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছিল, বুধবার (২৩ অক্টোবর) থেকে খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর ধীরে ধীরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য চালু করা হবে। কিন্তু তার মাত্র একদিন আগেই ঘটে এই হামলা, যা নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন তুলে দিয়েছে।
পটভূমি: সেনা বনাম র্যাপিড ফোর্সেস সংঘাত
২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়। তখন থেকেই বিমানবন্দরটি বন্ধ ছিল।
যদিও এ বছরের শুরুতে সেনাবাহিনী রাজধানীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে, তারপরও ড্রোন হামলার ঘটনা প্রায়ই ঘটছে।
সূত্রমতে, RSF বাহিনী দূর থেকে সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
খার্তুমে আবারও উত্তেজনা
বিমানবন্দর চালুর ঘোষণার পর এই হামলা রাজধানীজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। শহরের আকাশে এখনও ড্রোন উড়তে দেখা গেছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

আপনার মূল্যবান মতামত দিন: