odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

গাজায় আধিপত্যের নতুন লড়াই: টিকে থাকতে পারবে কি হামাস?

odhikarpatra | প্রকাশিত: ২২ October ২০২৫ ২২:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২২ October ২০২৫ ২২:৪৬

অধিকার পত্র ডটকম :

গাজা, ২২ অক্টোবর ২০২৫

 মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গাজা উপত্যকায়। যুদ্ধবিরতির পর এখানকার নিয়ন্ত্রণ নিয়ে চলছে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ। হামাস, যারা দীর্ঘদিন ধরে গাজা শাসন করেছে, তারা এখন নিজেদের প্রভাব ধরে রাখতে লড়াই করছে বিভিন্ন গোত্রভিত্তিক গোষ্ঠীর সঙ্গে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত কেবল হামাসের পতন নয়, বরং গাজার ভবিষ্যৎ রাজনীতির নতুন দিক নির্দেশ করছে। একদিকে হামাসের আদর্শভিত্তিক রাজনৈতিক কাঠামো, অন্যদিকে গোত্রীয় শক্তির ক্ষমতালোভী মানসিকতা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ।

বিশ্লেষক ও সংশ্লিষ্টদের বক্তব্য:
রাজনৈতিক বিশ্লেষক ববি ঘোষ বলেন, “হামাসের বিরুদ্ধে এখন যে গোষ্ঠীগুলো মাঠে নেমেছে, তারা গণতন্ত্র বা মানবাধিকারে বিশ্বাসী নয়; বরং ক্ষমতা ও অর্থনৈতিক স্বার্থই তাদের মূল চালিকা শক্তি।” তিনি আরও যোগ করেন, “ইসরায়েল হামাসকে দুর্বল করতে এসব গোষ্ঠীর শক্তি বাড়িয়েছে। তবে এতে গাজার সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) নামের আরেকটি শক্তিশালী সংগঠনও এখন হামাসের বিকল্প হিসেবে উঠে আসছে। তাদের ইরানের সমর্থন এবং সুসংহত কাঠামো থাকায় অনেকে মনে করছেন, হামাস দুর্বল হলে পিআইজে গাজার নিয়ন্ত্রণ নিতে পারে।

গোত্রভিত্তিক গোষ্ঠীগুলোর অনেকেই এখন ইসরায়েল বা পশ্চিমা সংগঠনগুলোর সহায়তা পাচ্ছে বলে জানা গেছে। তবে ইতিহাস বলে, এই ধরনের সহযোগিতা টেকসই হয় না; ক্ষমতার পালাবদলে তারা আবারও সাবেক মিত্রদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে।

গাজায় এখন ধ্বংসস্তূপের ভেতর বেঁচে থাকার সংগ্রাম করছে সাধারণ মানুষ। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটে তারা দিশেহারা। রাজনৈতিক আধিপত্যের এই দ্বন্দ্বে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে নিরীহ গাজাবাসীই।



আপনার মূল্যবান মতামত দিন: