odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জার্মান গবেষণা সংস্থার প্রতিবেদনে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম প্রকাশের ঘটনাকে গভীর ষড়যন্ত্র

বাংলাদেশের নাম প্রকাশ গভীর ষড়যন্ত্র'স্বৈরতান্ত্রিক দেশের তালিকায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ March ২০১৮ ০৬:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ March ২০১৮ ০৬:০৬

স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম প্রকাশ গভীর ষড়যন্ত্র'

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জার্মান গবেষণা সংস্থার প্রতিবেদনে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম প্রকাশের ঘটনা গভীর ষড়যন্ত্র । আমরা উন্নয়নের সফলতার লক্ষে আনন্দ উৎসব করছি, ঠিক সেই সময় আমাদের নামে এরকম একটা কথা বের করেছে। এতে বোঝাই যায় এটা পুরোই ষড়যন্ত্র। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাসদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, 'একসময় বলা হয়েছিল বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি, বাংলাদেশ হবে বিশ্বের দরিদ্র দেশ। আজ যখন জাতিসংঘের স্বীকৃত পেলাম, তিনটি শর্ত পূরণ করলাম সেই মুহূর্তে ওদের ভবিষ্যতবাণী মিথ্যা প্রমাণ হয়েছে। জাতিসংঘের মানদণ্ডে আমরা উন্নয়নশীল দেশ হয়েছি।

তিনি আরো বলেন, 'মওদুদ আহমেদ বলেছিলেন ওনারা ক্ষমতায় থাকলে আরো দশ বছর আগে উন্নয়ন হত। কিন্তু ওনারা দুইবার ক্ষমতায় ছিল, কি উন্নয়ন করেছেন তারা? পদ্মা ব্রিজ, মেট্রোরেল, কর্নফুলী, এতগুলো ফ্লাইওভার এসব কিছুই কি করতে পেরেছে? তারা কোন কাজটা করেছে। দারিদ্র ৫৩ শতাংশ ছিল, কিন্তু এখন তা ২২ শতাংশ।'

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, 'আজকে আমাদের তৈরি পোশাক শিল্পের প্রতি অনেক ষড়যন্ত্র কারণ শিল্প পোশাকে চীনের পরেই আমাদের স্থান। আমরা বীরের জাতি। আমাদের কেউ থামাতে পারেনি। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা শীর্ষে পৌঁছবই।'



আপনার মূল্যবান মতামত দিন: