যুক্তরাস্ট্র প্রতিনিধি
✍️ অধিকার পত্র ডটকম
নিউইয়র্ক, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হলে তা হবে এক প্রহসন ও ভাঁওতাবাজি।
তিনি বলেন, “আওয়ামী লীগকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দেওয়া হচ্ছে না। শেষ মুহূর্তে অনুমতি দিলে সেটা কোনো অর্থবহ ভোট হবে না।”
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে জয় আহ্বান জানান, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যথায় দেশে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেন তিনি।
জয় বললেন, “নির্বাচনকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও সুষ্ঠু”
আইবিএন নিউজ ও দ্য ওয়াল ব্যুরোকে দেওয়া সাক্ষাৎকারে জয় আরও বলেন,
“নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। নির্বাচনকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও সুষ্ঠু। বাংলাদেশে এখন যা ঘটছে, তা আমাদের নেতাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা। এটা হচ্ছে ন্যায়বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রভাব খাটানো।”
তিনি বলেন, মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীলই থাকবে।
শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার সরাসরি মন্তব্য
গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটি সজীব ওয়াজেদ জয়ের অন্যতম সরাসরি রাজনৈতিক মন্তব্য। সরকার পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন নীরব ছিলেন।
দলের একাধিক সূত্র জানায়, মায়ের পরামর্শেই জয় সংবাদমাধ্যম এড়িয়ে চলছিলেন।
সম্প্রতি জয় যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে এসে মা শেখ হাসিনা ও বোন সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে ঈদ উদযাপন করেন। আওয়ামী লীগের নবীন ও মধ্যম নেতৃত্ব চাইছে, জয় ও পুতুল প্রকাশ্যে দলের কাজে আরও সক্রিয় ভূমিকা নিন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন
বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে প্রথম জাতীয় নির্বাচন। জয় মনে করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন করলে সেটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হবে।
SEO কিওয়ার্ড সাজেশন:
সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, আওয়ামী লীগ নির্বাচন, অন্তর্বর্তী সরকার, মহম্মদ ইউনুস, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ২০২৬ নির্বাচন, বাংলাদেশ রাজনীতি, জয় সাক্ষাৎকার, আওয়ামী লীগ রাজনীতি
সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হলে তা হবে ভাঁওতাবাজি। অন্তর্বর্তী সরকারকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন—অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে।
✍️ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ

আপনার মূল্যবান মতামত দিন: