odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৬:০৩

odhikarpatra
প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৬:০৩

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ :

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮টি বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আজ সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত সামগ্রী:

  • ৮টি বিদেশি পিস্তল
  • ১৬টি ম্যাগাজিন
  • ২৬ রাউন্ড অ্যামুনিশন
  • ২.৩৯ কেজি গান পাউডার
  • ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক

অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: