odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জাপানে চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপন করবেন জাপানি উদ্যোক্তা

odhikarpatra | প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৯:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৯:৫৩

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ :

জাপানে কর্মসংস্থানের জন্য বিপুলসংখ্যক প্রশিক্ষিত চালক নিয়োগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে একটি ড্রাইভিং স্কুল স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানের উদ্যোক্তা ও রাজনীতিবিদ মিকি ওয়াতানাবে। তিনি শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই উদ্যোগ জানান।

ওয়াতানাবে জানান, তাঁর কোম্পানি ওই স্কুল স্থাপনের জন্য ঢাকার উপকণ্ঠে ১২ হাজার বর্গমিটার জমি খুঁজছে। বাংলাদেশের চালক-শিক্ষার্থীদের জাপানের চাহিদার মুখে তারা উৎসাহ পাচ্ছে।

এ সভায় শিক্ষক-প্রশিক্ষকতা ছাড়াও জাপানি ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। ইউনূস নির্দেশ দেন সংশ্লিষ্টদের দ্রুত উপযুক্ত জায়গা চিহ্নিত করতে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-পরিকাঠামোকে জাপানি বিনিয়োগ ও রপ্তানিমুখী জনশক্তির প্রস্তুতির জন্য কাজে লাগানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ওয়াতানাবে ইতিমধ্যে নরসিংদীর মনোহরদীতে একটি ভাষা-প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেছেন যেখানে তিন হাজার বাংলাদেশিকে প্রশিক্ষণ দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: