odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

রাবি সুইমিংপুলে মর্মান্তিক মৃত্যু! সাঁতার অনুশীলনের সময় প্রাণ হারালেন ছাত্রী সায়মা হোসাইন

odhikarpatra | প্রকাশিত: ২৬ October ২০২৫ ২৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৬ October ২০২৫ ২৩:৫১

অধিকারপত্র ডটকম 

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ছাত্রী এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা ছিলেন।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার অনুশীলনের সময় হঠাৎ পানিতে ডুবে যান সায়মা। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাবি প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “একজন শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে রামেকে নেওয়া হয়, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি বলেন, “সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে অনুশীলন করছিল সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আমরা তাকে দ্রুত হাসপাতালে পাঠালেও বাঁচানো সম্ভব হয়নি।”

রাজশাহী মেডিকেল কলেজের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস বলেন, “একজন শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

অকালপ্রয়াত এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকরা শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোক ও সমবেদনার ঢল।

 



আপনার মূল্যবান মতামত দিন: