odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ২৭ October ২০২৫ ১৮:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২৭ October ২০২৫ ১৮:৪৯

স্টাফ রিপোর্টার | অধিকার পত্র ডটকম

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:৩০

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ (সোমবার) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারের ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সবার প্রত্যাশা— বাংলাদেশ পুলিশ আসন্ন জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে।”

তিনি আরও বলেন, “আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে পুলিশ সদস্যরা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নন; তারা জনগণের আস্থা, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।”

জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করে বলেন, “পুলিশ সদস্যদের কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষে বিশেষ সুবিধা প্রদান বা গ্রহণ করতে পারবেন না। নিজেদের কখনো রাজনৈতিক কর্মী ভাবা যাবে না।”

তিনি আরও জানান, “ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। যারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে জড়িত, তাদের গ্রেফতার বাড়াতে হবে— তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।”

অধীনস্থ বাহিনীর শৃঙ্খলা রক্ষায় কঠোর থাকার নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, “যাদের পেশাদারিত্ব ও কমান্ড মানার মানসিকতা নেই, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।”

এছাড়া তিনি জেলার কোর কমিটির সভা জোরদার করা, রাজনৈতিক হয়রানিমূলক মামলার দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত করা এবং কেপিআই স্থাপনার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন।

সাইবার অপরাধ বৃদ্ধির প্রসঙ্গেও উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেন এবং তরুণ পুলিশ অফিসারদের এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: